বাউফলে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

    বাউফলে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

                                           সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সারাদেশের হিন্দু সম্প্রদায়ের পূঁজা মন্ডপ,মন্দির,ঘরবাড়িরআগুনে পুড়িয়ে দেওয়াসহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান ঐক্য পরিষদ। আজ শনিবার বেলা ১১টায় বাউফল সদর কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু পাদদেশে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
অবস্থান ধর্মঘট শেষে হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক অধির রঞ্জন দাস,জাতীয় পূজা উৎযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সনজিৎ সাহা, সাধারন সম্পাদক অতুল পাল,সহসভাপতি তুষার কান্তি ঘোষ, জিতেন্দ্র নাথ রায়. রতন বনিক, সাংগঠনিক সম্পাদক গৌতম গাঙ্গুলী, সুধির নট্র প্রমুখ।
 বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।